দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে নিউলাইন ক্লোথিংস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬ বারে ১৬৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে কনফিডেন্স সিমেন্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৫০৬ বারে ১৮ লাখ ৫৩ হাজার ৪২৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৯৮ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৪৮ বারে ১৬ হাজার ৯৫৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে: লাভেলো আইসক্রিমের ৭.৮৬ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৬.৬৬ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৫.৪৯ শতাংশ, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ৫.০৭ শতাংশ, শামপুর সুগার মিলসের ৫.০০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৪.৬৫ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৪.৩৪ শতাংশ দর কমেছে।