ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৬৯৭ বারে ১ লাখ ৭১ হাজার ২৭১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৯৫ বারে ৪ লাখ ৮৬ হাজার ৭৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ১৩ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা খান ব্র্রাদার্স পিপির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৫২৮ বারে ২ লাখ ২ হাজার ৯০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৮২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৬৯ শতাংশ, বিকন ফার্মার ৯.৬৬ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালসের ৯.৬১ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ৯.০৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭৩ শতাংশ, সোনালী আঁশের ৮.৭১ শতাংশ এবং জেমিনি সী ফুড পিএলসির ৮.৪৮ শতাংশ দর বেড়েছে।