দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে শীর্ষ চার কোম্পানির শেয়ার বিক্রির চাপে সূচকের দরপতন হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। মুলত কয়েক বড় ব্রোকারেজ হাউজ থেকে এসব শেয়ার বিক্রির শীর্ষে ছিলো।

তবে আজ ডিএসই ১৪ পয়েন্ট সূচকের দরপতন হয়েছে। এর মধ্যে বড় মূলধনী ৪ কোম্পানির শেয়ার বিক্রির চাপে ডিএসইর সূচক কমেছে ১৪ পয়েন্টের বেশি। কোম্পানিগুলো হলো: বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ ও রেনেটা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো: ডিএসইর সূচকের দরপতনে সবচেয়ে বেশি ভুমিকা রেখেছে বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো। আগের দিন কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩৯৮ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে ক্লোজিং হয়েছে ৩৯১ টাকা ৩০ পয়সায়। আজ কোম্পানিটির দর কমেছে ৭ টাকা ৫০ পয়সা বা ১.৮৮ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সূচক কমিয়েছে ৪.৬৫ পয়েন্ট।

স্কয়ার ফার্মা: ডিএসইর সূচকের দরপতনে দ্বিতীয় শীর্ষ কোম্পানি হিসেবে ভুমিকা রাখছে স্কয়ার ফার্মা। আজ কোম্পানির মাধ্যমে ডিএসইর সূচক কমেছে ৩.১৫ পয়েন্ট। আগেরদিন স্কয়ার ফার্মার ক্লোজিং দর ছিল ২৩০ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে ক্লোজিং দর হয়েছে ২২৯ টাকা ৫০ পয়সায়। আজ শেয়ারটির দর কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ০.৫৬ শতাংশ।

একইভাবে আজ অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের দর কমেছে ৫ টাকা ৭০ পয়সা বা ২.৯২ শতাংশ। এতে ডিএসইর সূচক কমেছে ৩.১৩ পয়েন্ট। অন্যদিকে, রেনেটার দর কমেছে ১৩ টাকা ১০ পয়সা বা ১.৬৭ শতাংশ। এতে ডিএসইর সূচক কমেছে ৩.১০ পয়েন্ট।