ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই এ্যালুমিনিয়াম
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬০৭ বারে ৩৬ লাখ ২৪ হাজার ১৯১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৫২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৫৬ বারে ১৭ লাখ ১১ হাজার ৩২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আইসিবি এএমসিএল সিএমএসএফ গোন্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ। ফান্ডটি ৮১৪ বারে ২৪ লাখ ৭১ হাজার ৫৯২ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: ইসলামীক ফাইন্যান্সের ৯.৫২ শতাংশ, বিডি থাই ফুডের ৯.২৬ শতাংশ, বে লিজিংয়ের ৮.৬৫ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৭.৫২ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৬.৮৪ শতাংশ, গ্রামীণ ওয়ান : স্কিম টু’য়ের ৬.২০ শতাংশ এবং সী পার্ল রিসোর্টের ৫.৮৪ শতাংশ দর বেড়েছে।