সপ্তাহজুড়ে ডিএসইতে দর পতনের শীর্ষে ন্যাশনাল টি
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২৪ দশমিক ২৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৮৬.৯০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার দর কমেছে ১৪ দশমিক ০১ শতাংশ।শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১০৯.৯০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ১১ দশমিক ৬৩ শতাংশ। ফান্ডটি সমাপনী মূল্য ছিল ৪.৩০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: ওরিয়ন ফার্মার ১০.২৮ শতাংশ, এমবি ফার্মার ১০.১৭ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৯.০৯ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৮.৩৩ শতাংশ, লিব্রা ইনফিউশনের ৭.৯৪ শতাংশ, এনআরবি ব্যাংকের ৭.৯১ শতাংশ এবং উসমানীয়া গ্লাস শীট ফ্যাক্টরি লিমিটেডের ৭.৫৫ শতাংশ শেয়ার দর কমেছে।