দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ভ্রমন ও আবাসন খাতের কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৪২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ৮৮ টাকা ৭৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এনএভিপিএস ছিল ৮৮ টাকা ৫১ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ৬ টাকা ৪৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫ টাকা ১৩ পয়সা। ঘোষণাকৃত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ অক্টোবর।