দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রবণতায় মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে সূচকের উঠানামার মধ্যে দিয়ে লেনদেন চললেও দিনশেষে সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। মুলত সূচকের এমন উত্থানের নেপথ্যে রয়েছে শীর্ষ ৫ কোম্পানি। এসব কোম্পানির শেয়ারে বিক্রয়ের চেয়ে ক্রয়ের চাহিদা ছিলো বেশি। কোম্পানিগুলো হলোঃ ইসলামী ব্যাংক, খান ব্রাদার্স, ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো ফার্মা এবং পাওয়ার গ্রিড।

ইসলামী ব্যাংক: ডিএসইর সূচকের উত্থানের নেপথ্যে ছিলো ব্যাংক খাতের ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর আগের কর্মদিবস ছিল ৬৪ টাকা ৪০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৬৭ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ শেয়ারটির দর ৩ টাকা ৪০ পয়সা বেড়েছে। এর মাধ্যমে সূচক বেড়েছে ২২.৭৪ পয়েন্ট।

খান ব্রাদার্স: ডিএসইর সূচকের উত্থানে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা রয়েছে খান ব্রাদার্সের। আগের দিন খান ব্রাদার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৪ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১৪৬ টাকা ৯০ পয়সায়। শেয়ারটির দর বাড়ার কারণে সূচক ৩.৬৮ পয়েন্ট বেড়েছে।

ন্যাশনাল ব্যাংক: ডিএসইর সূচকের উত্থানে তৃতীয় সর্বোচ্চ ভূমিকার রয়েছে ন্যাশনাল ব্যাংকের। ব্যাংকটির শেয়ারের ক্লোজিং দর আগের কর্মদিবস ছিল ৬ টাকা ২০ পয়সায়। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর হয় ৬ টাকা ২০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ২০ পয়সা বেড়েছে। এর মাধ্যমে সূচক বেড়েছে ২.২৬ পয়েন্ট। আজ বাজারকে উত্থানে তুলতে অন্য যেসব কোম্পানির অবদান রয়েছে সেগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মার ২.২০ পয়েন্ট এবং পাওয়ার গ্রিডের সূচক ২.০৫ পয়েন্ট বেড়েছে।