দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫১৭ বারে ৪ লাখ ৫৯২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৯৩ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা আফতাব অটোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৭৭ বারে ১১ লাখ ৩৪ হাজার ৯৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৩ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা খান ডেসকোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ০৯ শতাংশ। কোম্পানিটি ১৭০ বারে ৪৪ হাজার ৭২৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: গ্রামীণ ওয়ান: স্কিম টু’র ৮.০২ শতাংশ, এডিএন টেলিকমের ৭.০২ শতাংশ, নাভানা সিএনজির ৬.৪২ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৫.১৬ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৪.২৮ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৪.১৬ শতাংশ এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৮৩ শতাংশ দর বেড়েছে।