৫ কোম্পানির শেয়ার বিক্রির চাপে সূচকের উত্থানে বাঁধা
দেশ প্রতিক্ষণ, ঢাকা: টানা দরপতনের পর সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের নামামাত্রা উত্থান হলেও আতঙ্ক কাটেনি বিনিয়োগকারীদের। তবে ডিএসইর সূচকের কিছুটা উত্থান হলেও ৫ কোম্পানির শেয়ার বিক্রির চাপে সূচকের উত্থান ঘটাতে পারেনি। কোম্পানিগুলো হলো: ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, ট্রাস্ট ব্যাংক, বিকন ফার্মা এবং পদ্মা অয়েল।
ইসলামী ব্যাংক: ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর গতকাল ছিল ৬২ টাকা ২০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৬১ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ৭০ পয়সা বা ১.১৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক কমেছে ৪.৬৮ পয়েন্ট। বাজারকে পতনে ধরে রাখতে কোম্পানিটি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।
গ্রামীণফোন: আগের দিন গ্রাগ্রামীণফোনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪১ টাকা ১০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৩৩৭ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ৩ টাকা ২০ পয়সা বা ০.৯৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে সূচক কমেছে ১.৮০ পয়েন্ট। অর্থাৎ বাজারকে পতনে ধরে রাখতে কোম্পানিটি দ্বিতীয় সর্বোচ্চ চেষ্টা করেছে।
ট্রাস্ট ব্যাংক: ট্রাস্ট ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর হয় ২৩ টাকা ৭০ পয়সায়। আগের দিন ব্যাংকটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা বা ৪.০৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক কমেছে ১.৫৪ পয়েন্ট। আজ পুঁজিবাজারকে পতনে ধরে রাখতে অন্য যেসব কোম্পানি চেষ্টা চালিয়েছে সেগুলোর মধ্যে বিকন ফার্মার ১.২৭ পয়েন্ট এবং পদ্মা অয়েলের সূচক ১.১৬ পয়েন্ট কমেছে।