দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় দরপতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই’র ৩৯২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে সাতটির লেনদেন ছিলো এক চতুর্থাংশ হয়েছে। কোম্পানিগুলো হলো: ইসলামী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, টেকনো ড্রাগস, লাফার্জহোলসিম এবং গ্রামীণফোন।

কোম্পানিগুলোরে মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। ব্যাংকটির লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৮ লাখ টাকার। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ৯৩ লাখ টাকার মিডল্যান্ড ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ১২ কোটি ৩৩ লাখ টাকা লেনদেন হয়েছে। এছাড়া সোস্যাল ইসলামী ব্যাংকের ১১ কোটি ৫৯ লাখ টাকার, টেকনো ড্রাগসের ১০ কোটি ৮৬ লাখ টাকার, লাফার্জহোলসিমের ৯ কোটি ৬৩ লাখ টাকার এবং গ্রামীণফোনের ৯ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে।