দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ইস্যুতে শাস্তির আওতায় আসছে। মুলত শেয়ারহোল্ডারদেরকে বঞ্চিত করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় মুনাফার ৩০ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করেছে। এর মাধ্যমে ৭০ শতাংশের বেশি মুনাফা রিটেইন আর্নিংসে রাখা হবে। যে কারনে কোম্পানিটিকে রেখে দেওয়া ওই মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ি, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে কর আরোপ করার বিধান রাখা হয়।

ইবনে সিনা ফার্মার ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ২১.৪৬ টাকা হিসেবে ৬৭ কোটি ৫ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ৬৩ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ৬.৩০ টাকা করে মোট ১৯ কোটি ৬৮ লাখ টাকা বা মুনাফার ২৯.৩৫ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ৪৭ কোটি ৩৭ লাখ টাকা বা ৭০.৬৫ শতাংশ কোম্পানিতেই রেখে দেওয়া হবে।

মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে রিটেইন আর্নিংসে রাখতে চাওয়া ৪৭ কোটি ৩৭ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ৪ কোটি ৭৪ লাখ টাকার কর দিতে হবে ইবনে সিনাকে। এ ওষুধ কোম্পানিটির আগের বছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে ৫৫ শতাংশ মুনাফা কমেছে। এ কোম্পানিটির আগের বছরের ১৯.৩৮ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৩-২৪ অর্থবছরে হয়েছে ২১.৪৬ টাকা। যাতে আগের বছরের ৬০ শতাংশ লভ্যাংশকে ২০২৩-২৪ অর্থবছরে বাড়িয়ে ৬৩ শতাংশ ঘোষণা করা হয়েছে।

আগের অর্থবছরে এ কোম্পানিটির শেয়ারপ্রতি ১৯.৩৮ টাকা করে ৬০ কোটি ৫৪ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। ওই বছর ৬০ শতাংশ হারে শেয়ারপ্রতি ৬ টাকা করে মোট ১৮ কোটি ৭৫ লাখ টাকার লভ্যাংশ দেয়। যা ছিল নিট মুনাফার ৩০.৯৭ শতাংশ।