জিপিএইচ ইস্পাতের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০২৪-১০-০৮ ১:৫২:৫১ অপরাহ্ন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি শেয়ারবাজারে নন-কনভার্টেবল, কিউমিলেটিভ, রিডেম্বল এবং নন-পার্টিসিপেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এই শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলন করবে।
এই টাকা দিয়ে কোম্পানিটি বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়ন করবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।