দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আরএসআরএম স্টীল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫৫ বারে ১ লাখ ২৩ হাজার ৬২৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে ওয়ালটনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৮৭ বারে ৫৯ হাজার ৫১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯৭ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৬ বারে ৪২ হাজার ১৪২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে: লিব্রা ইনফিউশনসের ৬.৫৩ শতাংশ, ইসলামী ব্যাংকের ৫.৮০ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালসের ৫.৭০ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৫.৫৮ শতাংশ, শামপুর সুগার মিলসের ৫.৫৩ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৫.১৫ শতাংশ এবং রিং শাইন টেক্সটাইলের শেয়ার দর ৫ শতাংশ কমেছে।