সূচকের উত্থান ধরে রাখার সব্বোর্চ চেষ্টায় ৪ কোম্পানির
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের দরপতনে লেনদেন শেষ হয়েছে। তবে সূচকের দরপতন হলেও চার কোম্পানির শেয়ারে ভর করে উত্থান ধরে রাখার সব্বোর্চ চেষ্টায় ছিলো। এই চার কোম্পানির শেয়ার ক্রয়ের চাপ সূচকের বড় পতন ঠেকাতে কার্যকর ভুমিকা রাখে। কোম্পানিগুলো হলো : ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা এবং খান ব্রাদার্স।
ইসলামী ব্যাংক: আগের দিন ইসলামী ব্যাংকরে শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৩ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৫৬ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ২ টাকা ৭০ পয়সা বা ৫.০৫ শতাংশ বেড়েছে। এর মাধমে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক ১৭.৮৯ পয়েন্ট বেড়েছে। অর্থাৎ আজ শেয়ারবাজারকে উত্থানে ফেরাতে কোম্পানিটি সবচেয়ে বেশি অবদান রেখেছে।
ব্র্যাক ব্যাংক: আগের দিন ব্র্যাক ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছির ৫১ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৫২ টাকা ৩০ পয়সা। অর্থাৎ শেয়ারটির দর ৫০ পয়সা বা ০.৯৭ শতাংশ বেড়েছে। এর ফলে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক ১.৯৬ পয়েন্ট বেড়েছে। বাজারকে উত্থানে ফেরাতে দ্বিতীয় সর্বোচ্চ চেষ্টা করেছে কোম্পানিটি।
বেক্সিমকো ফার্মা: বেক্সিমকো ফার্মার শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৭০ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর হয় ৭২ টাকা ৪০ পয়সা। অর্থাৎ শেয়ারটির দর ১ টাকা ৫০ পয়সা বা ২.১২ শতাংশ বেড়েছে। এর ফলে পুঁজিবাজারে কোম্পানিটিরি সূচক ১.৯৩ পয়েন্ট বেড়েছে।
বাজারকে উত্থানে ফেরাতে কোম্পানিটি তৃতীয় সর্বোচ্চ চেষ্টা করেছে। এদিন বাজারকে উত্থানে ফেরাতে অন্য যেসব কোম্পানি চেষ্টা করেছে সেগুলোর মধ্যে খান ব্রাদার্সের সূচক ১.৩৩ পয়েন্ট বেড়েছে।