গ্লোবাল হেভি কেমিক্যালের কারখানা বন্ধ, বিএসইসি’র তদন্ত দাবি
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০২৪-১০-১৫ ৮:৫০:৪১ অপরাহ্ন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালের কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির কেরানীগঞ্জের হাসনাবাদে কারখানার উৎপাদন আজ ১৫ অক্টোবর থেকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের আর্থিক প্রতিবেদনে গোঁজামিলের অভিযোগ উঠেছে। বিপুল পরিমাণ বাকিতে পণ্য বিক্রি, পরিশোধিত মূলধনের চেয়ে ঋণের পরিমাণ বেশি হওয়া, ব্যয় বেশি দেখিয়ে উৎপাদন কম দেখানো ইত্যাদি কারণে কোম্পানিটির ভবিষ্যত নিয়ে আশঙ্কা করছেন বাজার সংশ্লিষ্টরা। তাই বিনিয়োগকারী তথা পুঁজিবাজারের স্বার্থে কোম্পানিটিকে বাঁচানোর জন্য তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন তারা।