ওষুধ ও রসায়ন খাতের ২১ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগে ভাটা
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ৩৪টি কোম্পানির মধ্যে ৩২টি কোম্পানির সেপ্টেম্বর’ ২৪ আগস্ট মাসের বিনিয়োগ হালনাগাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত হালনাগাদ অনুযায়ী আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ২১ কোম্পানির। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১১ কোম্পনির। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমে যাওয়া কোম্পানিগুলো হলো: এসিআই, একমি পেস্টিসাইডস, অ্যাডভেন্ট ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ফার কেমিক্যাল, ইবনে সিনা, জেএমআই হসপিটাল, জেএমআই সিরিঞ্জ, কেয়া কসমেটিকস, কহিনুর কেমিক্যাল, লিবরা ইনফিউশন, নাভানা ফার্মা,
ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, ফার্মা এইডস, সালভো কেমিক্যাল, সিলভা ফার্মা, টেকনো ড্রাগস এবং ওয়াটা কেমিক্যালস।
এসিআই : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪১.৫১ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪১.৩৫ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২২.৪২ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৬৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২.৫৮ শতাংশে।
একমি পেস্টিসাইডস : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৫.৬২ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৮৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪.৭৮ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫২.৫৮ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩.৪২ শতাংশে।
অ্যাডভেন্ট ফার্মা : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.০৭ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩.৯২ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৫.৯১ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৬.০৬ শতাংশে।
এশিয়াটিক ল্যাবরেটরিজ : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৩.৬৫ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২.২৬ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪৫.৬৪ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭.০৩ শতাংশে।
বেক্সিমকো ফার্মা : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৫.৩৫ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৪.৯৭ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৭.১২ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭.৯১ শতাংশে। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৭.৪০ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৬.৯৯ শতাংশে।
সেন্ট্রাল ফার্মা: আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৮.৭০ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ২.৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫.৯৯ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৬৫.৪১ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ২.৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৮.১২ শতাংশে।
ফার কেমিক্যাল : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৩.০৯ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ৩.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩০.০৪ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৪.২৮ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ৩.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭.৩৩ শতাংশে।
ইবনে সিনা : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২২.৭৯ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ৪.১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮.৬৭ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩২.৫৪ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ৪.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬.৬৬ শতাংশে।
জেএমআই হসপিটাল : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪৪.৬২ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৪.০৫ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৩.০৮ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩.৬৫ শতাংশে।
জেএমআই সিরিঞ্জ : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪.৫০ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪.৩৯ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৫.৮৬ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫.৯৭ শতাংশে।
কেয়া কসমেটিকস : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৯.০৫ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮.৫১ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪৪.৬৮ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৫৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫.২২ শতাংশে।
কহিনুর কেমিক্যাল : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৩.৮৯ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩.৭৪ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৫.৫০ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৬৫ শতাংশে।
লিবরা ইনফিউশন : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৫.৫৪ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ১.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪.৫৩ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৬০.০৪ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ১.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১.০৫ শতাংশে।
নাভানা ফার্মা : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৮.৮৭ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮.৪৯ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৭.৯১ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ৭.৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৭২ শতাংশে। আলোচ্য সময়ে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৩৫.৪৯ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬.১৭ শতাংশে। একই সময়ে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৭.৭৩ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ৮.১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯.৬২ শতাংশে।
ওরিয়ন ইনফিউশন : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৬.৪৭ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫.৪২ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫২.৮৬ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩.৯১ শতাংশে।
ওরিয়ন ফার্মা : আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৩.০১ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৮৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২২.১২ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪৪.৮৮ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫.৭৭ শতাংশে।
ফার্মা এইডস: আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৬.৯৩ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ২.৯৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩.৯৪ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৯.৪৯ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ২.৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬২.৪৮ শতাংশে।
সালভো কেমিক্যাল: আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৮.৭৯ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৫৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮.২৪ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৬৬.০৩ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৫৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৬.৫৮ শতাংশে।
সিলভা ফার্মা: আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৬.২৫ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬.০৯ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৩.১৬ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩.৩২ শতাংশে।
টেকনো ড্রাগস: আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪.৫০ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৯৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩.৫৪ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩২.৭৯ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩.৭৫ শতাংশে।
ওয়াটা কেমিক্যালস: আগস্ট মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৮.৫৪ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৪৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৮.০৯ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৫.০৫ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ০.৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫.৫০ শতাংশে।