৮ কোম্পানির শেয়ার বিক্রির চাপে সূচকের বড় দরপতন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় দরপতনে লেনদেন শেষ হয়েছে। ফলে টানা দরপতনে দিশেহারা হয়ে পড়ছেন বিনিয়োগকারীরা। এদিন ৮ কোম্পানির শেয়ার বিক্রির চাপে সূচকের বড় দরপতন হয়েছে। মুলত কয়েকটি ব্রোকারেজ হাউজে শেয়ার বিক্রির চাপে ঘুরে দাঁড়াতে পারছে না পুঁজিবাজার। এ বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার খতিয়ে দেখা উচিত।
ফলে আজ ডিএসইর সূচক কমেছে ৪৯.৭৫ পয়েন্ট এর মধ্যে ৮ কোম্পানির শেয়ার বিক্রির চাপে সূচক কমেছে ২৬.৪৫ পয়েন্ট। কোম্পানিগুলো হলো: ইসলামী ব্যাংক, রেনেটা, ব্র্যাক ব্যাংক, বিকন ফার্মা, রূপালী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
ইসলামী ব্যাংক: আগের দিন ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৬ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৫৫ টাকা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা ২০ পয়সা বা ২.১৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানিটির মাধ্যমে সূচক কমেছে ৭.৯৫ পয়েন্ট। বাজারকে পতনে ধরে রাখতে সবচেয়ে বেশি ভূমিকার রয়েছে ইসলামী ব্যাংকের।
রেনেটা: আগের দিন রেনেটার শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৯৫ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৬৬৮ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ২৭ টাকা ২০ পয়সা বা ৩.৯১ শতাংশ কমেছে। শেয়ার দর কমার কারণে কোম্পানিটির সূচক ৬.২৭ পয়েন্ট কমেছে। যা বাজারকে পতনে ধরে রাখতে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা।
ব্র্যাক ব্যাংক: ব্র্যাংক ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৫২ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৫১ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৮০ পয়সা বা ১.৫৩ শতাংশ কমেছে। শেয়ার দর কমার কারণে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক ৩.১৪ পয়েন্ট কমেছে। যা বাজারকে পতনে ধরে রাখতে তৃতীয় সর্বোচ্চ চেষ্টা।
বাজারকে পতনে ধরে রাখতে অন্য যেসব কোম্পানির ভূমিকা রয়েছে সেগুলোর মধ্যে বিকন ফার্মার ২.২৩ পয়েন্ট, রূপালী ব্যাংকের ২.২১ পয়েন্ট, বেক্সিমকো ফার্মার ২.১৯ পয়েন্ট, বাংলাদেশ সাব মেরিন ক্যাবলের ১.২৩ পয়েন্ট এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের সূচক ১.২৩ পয়েন্ট কমেছে।