৭৩ টাকায় ইউনিয়ন ইন্সুরেন্স ২৩ টাকা, আস্থা ফিরবে কী ভাবে
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে টানা দরপতনে দিশেহারা হয়ে পড়ছেন বিনিয়োগকারীরা। গত দুই মাস ধরে চলছে টানা পতন। এতে বিনিয়োগকারীদের পুঁজি নতুন করে ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত উধাও হয়ে গেছে। তবে টানা দরপতন হলেও বাজার নিয়ে নিয়ন্ত্রক সংস্থার মাথাব্যথা নেই । ফলে নিয়ন্ত্রক সংস্থার উপর বিনিয়োগকারীদের আস্থার সংকট চরমে। এ অবস্থায় বীমা খাতের একটি শেয়ারে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে নি:স্ব হয়ে পড়ছেন।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনিয়ন ইন্সুরেন্সের শেয়ারের দর গত ২ মাসে বড় ধরনের দরপতন হয়েছে। মুলত রাশেদ মাকসুদ কমিশনের দায়িত্ব নেওয়ার পর শেয়ারটির দর কমেছে ১৫.৯০ পয়সা। ফলে টানা দরপতনে ইউনিয়ন ইন্সুরেন্সের শেয়ারহোল্ডারা পুঁজি নিয়ে অজানা আতঙ্কে রয়েছেন। মুলত টানা দরপতনের ফলে বর্তমান বাজার স্থিতিশীলতার অন্তরায় বলে মনে করছেন বিনিয়োগকারীরা। কারণ বিনিয়োগ করে টানা লোকসান হতে থাকলে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা থাকবে না।
বর্তমানে ইউনিয়ন ইন্সুরেন্স গত ১ বছরের মধ্যে সর্বনিম্ন দামে লেনদেন হচ্ছে। গত এক বছরে কোম্পানিটির দর কমেছে ৪৯ টাকা ৯০ পয়সা। আর গত দুই মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৫ টাকা ৯০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ১ বছরের মধ্যে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ২৩ টাকা ৮০ পয়সা; আর সর্বোচ্চ দর ৭৩ টাকা ৭০ পয়সা। সর্বশেষ ১৬ অক্টোবর কোম্পানিটির শেয়ার ২৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এই হিসাবে গত ১ বছরে শেয়ারটির দর ৪৯ টাকা ৯০ পয়সা। ইউনিয়ন ইন্সুরেন্স ২০২৩ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০২২ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটি জেড ক্যাটাগরিতে রয়েছে।