তিন কোম্পানির তৃতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ, ভাটা ১টি
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ২টি কোম্পানির মুনাফা বাড়লেও কমেছে ১টি কোম্পানির মুনাফা। কোম্পানি ৩টি হলো: যমুনা ব্যাংক পিএলসি, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) এবং ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
যমুনা ব্যাংক পিএলসি : চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮৭ পয়সা। অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) ইপিএস হয়েছে ৪ টাকা ৬৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ৭৮ পয়সা। ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৬ টাকা ২৫ পয়সা।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) : চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩০ পয়সা। অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) ইপিএস হয়েছে ১ টাকা ৪৯ পয়সা।
আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৫৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৭৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৯৮ পয়সা। ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ৩৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৯ টাকা ৯৬ পয়সা।
ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি : চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ২০ পয়সা। অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) ইপিএস হয়েছে ৩ টাকা ৭৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ৬৬ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ৭ টাকা ৪৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৩ টাকা ১৮ পয়সা। ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৪৫ টাকা ৮৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৩ টাকা ৬৩ পয়সা।