তুং হাইয়ের উৎপাদন বন্ধ পেয়েছে ডিএসই
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০২৪-১০-২১ ৭:১০:৩৭ অপরাহ্ন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের তুংহাই নিটিং অ্যান্ড ডাইংয়ের কারখানা ও উৎপাদন বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শক দল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইর একটি পরিদর্শন দল আজ সোমবার (২১ অক্টোবর) তুংহাই নিটিং অ্যান্ড ডাইংয়ের কারখানা পরিদর্শনে যায়। সেখানে গিয়ে তারা কারখানা এবং কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ পায়।
ডিএসইর পরিদর্শক দল জানায়, কারখানার সরঞ্জাম এবং যন্ত্রপাতিগুলো দীর্ঘদিন ধরে অব্যবহৃত বলে মনে হয়েছিল এবং মরিচা এবং কাঁচ দ্বারা আবৃত ছিল।