দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইফাদ অটোস পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৫৬ বারে ১৫ লাখ ৯৩ হাজার ৬০৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ১৩ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান’র ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ১২ শতাংশ। ফান্ডটি ২ বারে ১১ টি ইউনিট লেনদেন করেছে। তালিকার ৩য় স্থানে থাকা কাট্টালী টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৪৩ শতাংশ। কোম্পানিটি ৮১১ বারে ১৫ লাখ ৩৪ হাজার ৭৬৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪.৮৭ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৪.০৪ শতাংশ, এসবিএসি ব্যাংকের ৩.৮৪ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৩.২১ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩.০৯ শতাংশ, লাভেলো আইসক্রিমের ২.৪৮ শতাংশ এবং ডেসকোর ২ শতাংশ দর বেড়েছে।