দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সুচকের বড় দরপতনে লেনদেন শেষ হয়েছে। ফলে গত মঙ্গলবার কিছুটা সূচকের উত্থান দেখা দিলেও এক দিনের ব্যবধানে ফের সূচকের বড় পতনে পুঁজিবাজার। এর ফলে দরপতনের বৃত্তে থেকে বের হতে পারছে না পুঁজিবাজার। তবে ৯ কোম্পানির শেয়ার বিক্রির চাপে ঘুরে দাঁড়াতে পারেনি পুঁজিবাজার।

সূচকের বড় দরপতনে ৯ কোম্পানির শেয়ার বিক্রির বড় ভূমিকা ছিলো। মুলত আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৭১.৯৮ পয়েন্ট। এর মধ্যে ৯ কোম্পানির শেয়ার বিক্রির চাপে সূচক কমেছে ২৭.৩১ পয়েন্ট। যা মোট সূচকের ৩৮ শতাংশ। কোম্পানিগুলো হলো: ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিকন ফার্মা, সিঙ্গার বিডি, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো ফার্মা এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল।

ব্র্যাক ব্যাংক: আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৮ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৪৭ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা ৩০ পয়সা বা ২.৬৬ শতাংশ কমেছে। শেয়ার দর কমার কারণে কোম্পানিটির সূচক কমেছে ৫.১০ পয়েন্ট। বাজারের বড় পতনে কোম্পানিটি সর্বোচ্চ ভূমিকা রেখেছে।

গ্রামীণফোন: আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩০ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৩২২ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৮ টাকা ৪০ পয়সা বা ২.৫৪ শতাংশ কমেছে। শেয়ার দর কমার কারণে কোম্পানিটির সূচক কমেছে ৪.৬৮ পয়েন্ট। এর ফলে বাজারের বড় পতনে কোম্পানিটি দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে।

বৃটিশ আমেরিকান ট্যোবাকো: আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬৯ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৩৬১ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৭ টাকা ৩০ পয়সা বা ১.৯৮ শতাংশ কমেছে। শেয়ার দর কমার কারণে কোম্পানিটির সূচক কমেছে ৪.৪০ পয়েন্ট। এর ফলে বাজারের বড় পতনে কোম্পানিটি তৃতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে।

আজ বাজারের বড় পতনে অন্য যেসব কোম্পানি ভূমিকা রেখেছে সেগুলোর মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২.৯৪ পয়েন্ট, বিকন ফার্মার ২.২৯ পয়েন্ট, সিঙ্গারবিডির ২.১০ পয়েন্ট, বিএসআরএম লিমিটেডের ২.০২ পয়েন্ট, বেক্সিমকো ফার্মার ১.৯৩ পয়েন্ট এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের সূচক ১.৮৫ পয়েন্ট কমেছে।