ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে রানার অটোমোবাইলস পিএলসি
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রানার অটোমোবাইলস পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ২৫৪ বারে ২ লাখ ২১ হাজার ৬৪৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা পূবালী ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৪ শতাংশ। কোম্পানিটি ৮৩৭ বারে ৬১ লাখ ২৬ হাজার ৩৩১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৬৩ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা ওয়াইম্যাক্স ইলেকট্রোডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৯৮ বারে ১৮ লাখ ৯০ হাজার ৭৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: ফারইস্ট নিটিংয়ের ৬.২৫ শতাংশ, খান ব্রাদার্সের ৫.৮৬ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৫.৫৫ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৪.৬৯ শতাংশ, আর্গন ডেনিমসের ৪.৪৮ শতাংশ, ঢাকা ব্যাংকের ৪.২০ শতাংশ এবং এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসির ৩.৯৬ শতাংশ দর বেড়েছে।