দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের (এনএফএল) নতুন চেয়ারম্যান ফাহিমা মান্নান এবং ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আরিফা কবির। এছাড়াও আবু সামছুল কবির এবং রিদওয়ান জহীর খান নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বলে গত মঙ্গলবার পরিচালনা পর্ষদের সভায় এই ঘোষণা দেয়া হয়।

২০১৬ সাল থেকে ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সদস্য হিসেবে রয়েছেন নবনিযুক্ত চেয়ারম্যান ফাহিমা মান্নান। তিনি যুক্তরাষ্ট্রের হোফস্ট্রা ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে এমবিএ করেছেন এবং ওএমসি গ্রুপের বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাইস চেয়ারম্যান আরিফা কবির নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রী নিয়েছেন। এর আগে তিনি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের পরিচালকের দায়িত্বে ছিলেন।

পরিচালক আবু সামছুল কবির নিউ ইয়র্কের কাবকো ফার্মাসিউটিক্যালসে ১৫ বছরের অভিজ্ঞতা নিয়ে এসেছেন। বিশেষত সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে তিনি দক্ষ। বর্তমানে আনন্তা গার্মেন্টস লিমিটেডের পরিচালক হিসেবে কাজ করছেন পরিচালক রিদওয়ান জহীর খান। কানাডার রয়্যাল রোডস ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি।

ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, যা গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণের জন্য বিস্তৃত আর্থিক সেবা ও উদ্ভাবনী সমাধান প্রদান করে। আর্থিক খাতে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে এনএফএল দেশের অর্থনীতির প্রবৃদ্ধি ও উন্নয়নে অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি।