হাক্কানী পাল্প এন্ড পেপারের ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০২৪-১০-২৬ ৬:১৫:৪৫ অপরাহ্ন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ শিল্প খাতের কোম্পানি হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। আজ শনিবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে০.০৪ টাকা। গত বছর এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ০.৮৯ টাকা। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৪.২৯ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।