৭ কোম্পানির প্রথম ও তৃতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ কোম্পানি প্রথম ও তৃতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ করেছে। তবে এর মধ্যে তিনটি কোম্পানির মুনাফা বাড়লেও চার কোম্পানির মুনাফায় ভাটা পড়েছে। কোম্পানি সূত্রে জানা গেছে। কোম্পানি ৭টি হলো:
এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটি তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৬১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১১ পয়সা। অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৫৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৮ টাকা ৫৫ পয়সা।
আইপিডিসি ফাইন্যান্স পিএলসি: কোম্পানিটি তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২২ পয়সা। অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৭ টাকা ২৪ পয়সা।
পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭৫ পয়সা। অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩৩ টাকা ৪৮ পয়সা।
এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটি তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস)হয়েছে ৫৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২৯ পয়সা। অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর,২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ১৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ১৯ টাকা ১৬ পয়সা।
ইস্টার্ন হাউজিং লিমিটেড: কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৮৫ টাকা ৩৩ পয়সা।
উত্তরা ব্যাংক পিএলসি: কোম্পানিটি তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৯১ পয়সা। অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ৩ টাকা ৮২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ৩৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩০ টাকা ২ পয়সা।
গ্রামীন ওয়ান : স্কিম টু মিউচ্যুয়াল ফান্ড: কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিইউ হয়েছিল ০৬ পয়সা। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি ক্যাশ-ফ্লো হয়েছে ৩৭ পয়সা। যা আগের বছর একই সময়ে ১২ পয়সা ছিল। ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে বাজার মুল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৬ টাকা ৯১ পয়সা।