মামুন এগ্রোর ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০২৪-১০-৩০ ৭:২৭:৩১ অপরাহ্ন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে এসএমই খাতের তালিকাভুক্ত কোম্পানি মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেড ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও স্পন্সর পরিচালকদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১.২০ টাকা। গত অর্থবছরের একই সময় যার পরিমাণ ছিল ১.০৬ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১ টাকা ৪ পয়সা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৬.৩৩ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।