দেশ প্রতিক্ষণ, ঢাকা: টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। মুলত তিন কোম্পানির শেয়ার বিক্রির চাপে সূচকের দরপতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক ৮.৫৪ পয়েন্ট কমেছে।

আর বহুজাতিক তিন কোম্পানির মাধ্যমেই কমেছে ৮.৭৪ পয়েন্ট। অর্থাৎ ডিএসইতে যে পরিমাণ সূচক কমেছে তিন বহুজাতিক কোম্পানির মাধ্যমে তারচেয়ে বেশি সূচক কমেছে। কোম্পানি তিনটি হলো: বৃটিশ আমেরিকান ট্যোবাকো, গ্রামীণফোন এবং রবি আজিয়াটা।

বৃটিশ আমেরিকান ট্যোবাকো: আগের দিন বৃটিশ আমেরিকান ট্যোবাকোর শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৭৩ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৩৬৫ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৭ টাকা ৮০ পয়সা বা ২.০৯ শতাংশ কমেছ। শেয়ার দর কমার কারণে কোম্পানিটির সূচক কমেছে ৪.৬৯ পয়েন্ট। বাজারকে পতনে নামাতে বহুজাতিক এই কোম্পানিটি সবচেয়ে বেশি চেষ্টা করেছে।

গ্রামীণফোন: আগের দিন গ্রামীণফোনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১৪ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৩১০ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৩ টাকা ৮০ পয়সা বা ১.২১ শতাংশ কমেছ। শেয়ার দর কমার কারণে কোম্পানিটির সূচক কমেছে ২.১ পয়েন্ট। বাজারকে পতনে নামাতে বহুজাতিক এই কোম্পানিটি দ্বিতীয় সর্বোচ্চ চেষ্টা করেছে।

রবি আজিয়াটা: আগের দিন রবি আজিয়াটার শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২৬ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৯০ পয়সা বা ৩.২৫ শতাংশ কমেছ। শেয়ার দর কমার কারণে কোম্পানিটির সূচক কমেছে ১.৯৪ পয়েন্ট। ফলে বাজারকে পতনে নামাতে বহুজাতিক এই কোম্পানিটিও চেষ্টা করেছে।