শহীদুল ইসলাম, দেশ প্রতিক্ষণ, ঢাকা: টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে সূচকের কিছুটা দরপতন হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। কারণ বাজার টানা উর্ধ্বমুখীর পর একটু কারেকশন স্থিতিশীল বাজারের লক্ষণ বলে তারা মনে করেন।

এছাড়া তিন কার্যদিবস সূচকের উর্ধ্বমুখীর পর একটু প্রফিট টেকিংয়ের ফলে সূচকের দরপতন হয়েছে। মুলত শেষদিকে এক শ্রেণীর বিনিয়োগকারীরা বিক্রির চাপ বাড়ানোর কারণে সূচকের দরপতন হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একাধিক বিনিয়োগকারীর সাথে আলাপকালে বলেন, বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের মাঝে এখনো আতঙ্ক এখনো কাটেনি। এ অবস্থায় বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফেরাতে হলে সূচকের টানা উত্থানের বিকল্প নেই। এছাড়া গত দুই মাসের টানা দরপতনে অধিকাংশ বিনিয়োগকারী পুঁজি হারিয়ে নি:স্ব হয়ে পড়ছেন। ফলে এ অবস্থায় নতুন করে বিনিয়োগ করার সাহস পাচ্ছেন না।

বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে ডিএসইর এক সদস্য বলেন, আজ পুঁজিবাজারে যে দরপতন হয়েছে তা স্বাভাবিক মূল্য সংশোধন। গত তিন কার্যদিবস পুঁজিবাজার টানা ঊর্ধ্বমুখী ছিলো। এতে বেশি কিছু কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে যাদের কম দামে শেয়ার কেনা ছিল তারা মুনাফা তুলে নিতে বিক্রি করেছেন। এতে বিক্রির চাপ কিছুটা বেড়ে মূল্য সংশোধন হয়েছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৪৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৮ টির, দর কমেছে ১৮১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৯ টির। ডিএসইতে ৪৩১ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২৪ কোটি ৯৪ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৫৬ কোটি ৩০ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬২ পয়েন্টে। সিএসইতে ২০৫ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৬ টির দর বেড়েছে, কমেছে ৬৬ টির এবং ২৩ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১২ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।