দেশ প্রতিক্ষণ, ঢাকা: চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৮৯৩ কোটি ৭১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এ ছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, সৌদি আরবসহ কয়েকটি দেশ। সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ১৪১ কোটি ৮২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইতালি, কুয়েত, ওমান, কাতার ও বাহরাইন।

দ্বিতীয় সর্বোচ্চ ১৩৬ কোটি ৫৮ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে আরব আমিরাত থেকে। আর সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, ওমান, কাতার ও বাহরাইন থেকে ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-অক্টোবরে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ১১৭ কোটি ৬১ লাখ ২০ হাজার, ৮১ কোটি ৫২ লাখ ৩০ হাজার, ৭৬ কোটি ৩৪ লাখ ৩০ হাজার, ৫৬ কোটি ২১ লাখ ১০ হাজার, ৪৮ কোটি ৭০ লাখ ৪০ হাজার, ৪৫ কোটি ২ লাখ ৩০ হাজার, ৩৫ কোটি ৩০ লাখ ২০ হাজার ও ২৬ কোটি ৯৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

এদিকে, গত অক্টোবরে দেশে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭২ কোটি ৬১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৯৯ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৫৪ কোটি ১৮ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭১ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।