ডিএসই’র ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে ১০ কোম্পানি
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্লক মার্কেটে ২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৭ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দশ কোম্পানি শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, লাভেলো আইসক্রিম, ইউনিক হোটেল, বিচ হ্যাচারি, বাংলাদেশ শিপিং করপোরেশন, বেক্সিমকো, রিলায়ান্স ওয়ান দ্য স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড এবং এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ এই দশ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৪৮ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। এদিন কোম্পানিটির ৫ কোটি ৬১ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ইস্টার্ন ব্যাংকের ২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২ লাখ ৪০ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে: লাভেলো আইসক্রিমের ২ কোটি ১৪ লাখ ৫৮ হাজার টাকা, ইউনিক হোটেলের ৯৮ লাখ ১০ হাজার টাকা, বিচ হ্যাচারির ৭৬ লাখ ৯০ হাজার টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩৭ লাখ ৩৮ হাজার টাকা, বেক্সিমকোর ৩১ লাখ ৪২ হাজার টাকা, রিলায়ান্স ওয়ান দ্য স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ২৫ লাখ ৯ হাজার টাকা এবং এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৬ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।