প্রিমিয়ার সিমেন্টের ঋণ পরিশোধে প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রিমিয়ার সিমেন্ট চড়া সুদের ঋণ পরিশোধ ও স্থিতিপত্র (ব্যালান্স শিট) পুনর্গঠনে নতুন করে প্রেফারেন্স বা অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি প্রেফারেন্স শেয়ার ছেড়ে ১৬১ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রিমিয়ার সিমেন্ট জানিয়েছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে কোম্পানিটি ৩২২টি নতুন প্রেয়ারেন্স শেয়ার ইস্যু করবে। প্রতিটির ফেসভ্যালু বা অভিহিত মূল্য হবে ৫০ লাখ টাকা। এসব শেয়ারের মেয়াদ হবে ৫ বছর। মেয়াদ শেষে এসব শেয়ার পুরোপুরি অবসায়িত হবে। থাকবে না কোনো রূপান্তর সুবিধা।
প্রিমিয়ার সিমেন্ট আরও জানিয়েছে, দেশের বাণিজ্যিক ব্যাংক, করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, কোম্পানির উদ্যোক্তা-পরিচালক, সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ও ব্রোকারেজ হাউসের মধ্যে এই শেয়ার বিক্রি করা হবে। পাঁচ বছর মেয়াদি এই শেয়ারের বিপরীতে সুদ হার নির্ধারিত সময় পরপর পুনর্র্নিধারণের সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। ৬০ মাস মেয়াদি শেয়ারের ১২ মাস, ৩০ মাস ও ৪২ মাস পর সুদ হার পুনর্র্নিধারিত হবে ইস্যুয়ার কোম্পানি ও বিনিয়োগকারীর সমঝোতার ভিত্তিতে।
প্রেফারেন্স শেয়ার ইস্যুর বিষয়ে জানতে চাইলে প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, বর্তমানে ব্যাংকঋণের সুদহার বেড়ে ১৫ শতাংশে উঠেছে। এ অবস্থায় বাড়তি সুদের চাপ কমাতে ও কোম্পানির আর্থিক অবস্থার উন্নতির জন্য প্রেফারেন্স শেয়ার ছাড়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত অর্থবছর শেষে প্রিমিয়ার সিমেন্ট শেয়ারপ্রতি ৭ টাকা ৪ পয়সা মুনাফা করেছে। আগের বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল প্রায় ৮ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রিমিয়ার সিমেন্টের মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।