আইসিবি তিন হাজার কোটি টাকা ঋণের গ্যারান্টার সরকার
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে বিনিয়োগ সক্ষমতা বাড়াতে ৩ হাজার কোটি টাকা ঋণ পাচ্ছে রাষ্ট্রায়াত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এই ঋণের গ্যারান্টার হচ্ছে সরকার। এ লক্ষ্যে সভরেন (রাষ্ট্রীয়) গ্যারান্টি অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা এবং আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইসিবি যেন ৩ হাজার কোটি টাকা ঋণ পায় সে জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) থেকে একটি সুপারিশ অর্থ বিভাগে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীর এক কর্মকর্তা জানান, আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণের জন্য সভরেন গ্যারান্টি অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটির এখন বাংলাদেশ ব্যাংক থেকে ৩ হাজার কোটি টাকা ঋণ পাওয়ার দরজা খুলে গেছে।
তিনি জানান, আইসিবি যে ঋণ পাচ্ছে তার সম্পূর্ণ টাকা শেয়ারবাজারে বিনিয়োগ হবে না। ঋণের একটি অংশ শেয়ারবাজারে বিনিয়োগ হবে। একটি অংশ সুদ পরিশোধে ব্যয় হবে। ঋণের অর্থ কীভাবে ব্যবহার হবে তার একটি গাইডলাইন থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক থেকে ৩ হাজার কোটি টাকার ঋণ পেতে রাষ্ট্রীয় গ্যারান্টি চেয়ে আইসিবি চলতি বছরের ১৪ অক্টোবর চিঠি দিয়েছিল। এরপর ১৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংক, শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং আইসিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
পুঁজিবাজারে বিনিয়োগে আর্থিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা থাকায় ওই বৈঠক থেকে অর্থ বিভাগকে রাষ্ট্রীয় গ্যারান্টি দেওয়ার সুপারিশ করা হয়। আর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, সরকারের গ্যারান্টি সাপেক্ষে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের আপত্তি নেই।