সপ্তাহজুড়ে ডিএসইতে দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১০ দশমিক ৫৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৫.১০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্মা এইডসের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৫৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬১৫.৫০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা শামপুর সুগার মিলসের শেয়ার দর কমেছে ৮ দশমিক ১৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৯০.২০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৮৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৭.৩২ শতাংশ, রেউইক যজ্ঞেস্বরের ৭.২৭ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৬.৯৮ শতাংশ, জিল বাংলা সুগার মিলসের ৬.৯৮ শতাংশ, ইসলামীক ফাইন্যান্সের ৬.৯৯ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৬.৮২ শতাংশ শেয়ার দর কমেছে।