সুতা উৎপাদনে নতুন ইউনিট স্থাপন করবে এনভয় টেক্সটাইল
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ সুতা উৎপাদন আরও বাড়াতে স্পিনিং প্রকল্প সম্প্রসারণ ইউনিট স্থাপনের বিষয়টি অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, স্পিনিং প্রকল্প সম্প্রসারণ ইউনিট স্থাপন করলে কোম্পানিটির বার্ষিক উৎপাদন ক্ষমতা চার হাজার ৫৫০ টনে উন্নীত হবে। তুলা, পলিয়েস্টার, স্প্যানডেক্স কোর, স্পন সুতা উৎপাদনে স্পিনিং প্রকল্প সম্প্রসারণ ইউনিট স্থাপন করা হবে। এতে মোট ৯৭ লাখ ৩০ হাজার টাকা ব্যয় হবে। যার ৩০ শতাংশ কোম্পানিটির আয়ের ইক্যুইটি এবং বাকি ৭০ শতাংশ ব্যাংক থেকে ঋণ নেওয়ার মাধ্যমে অর্থায়ন করা হবে। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ হবে বলে আশা করছে এনভয় টেক্সটাইল।
নতুন ইউনিট স্থাপনে ইউরোপীয় এবং জাপানি যন্ত্রপাতি ব্যবহার করা হবে। যাতে অত্যাধুনিক রিং স্পিনিং উৎপাদন সুবিধা থাকবে। উৎপাদিত সুতার প্রায় ৬০ শতাংশ নিজেদের ডেনিম উৎপাদনের জন্য এবং বাকি ৪০ শতাংশ ডিমড রপ্তানিতে ব্যবহার করা হবে। আগামী সাড়ে চার বছরের মধ্যে প্রকল্পটি একটি পেব্যাক সময়সীমা অর্জন করবে।