কৃষিবিদ সীডের ১ শতাংশ লভাংশের নামে তামাশা
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০২৪-১১-১৮ ৬:৩৭:৪১ অপরাহ্ন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কৃষিবিদ সীড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তবে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ লভ্যাংশের নামে তামাশা করেছে বলে অভিযোগ করছেন বিনিয়োগকারীরা। কোম্পানিটির আর্থিক চিত্র খতিয়ে দেখার দাবী করছেন শেয়ারহোল্ডারা।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৭৭ পয়সা। ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ৮৫ পয়সা।
আগের বছরে একই সময় এনএভিপিএস ছিল ১১ টাকা ৫৭ পয়সা। কোম্পানি বার্ষিক সাধারণ (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেটি নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর।