ফাস ফাইন্যান্সের তিন প্রান্তিকের মুনাফা প্রকাশ
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফাস ফাইন্যান্সের ৩০ জুন, ২০২৪ সমাপ্ত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৪ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৪ টাকা ৮৫ পয়সা লোকসান হয়েছিল। গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১০৯ টাকা ৮৯ পয়সা।
এদিকে সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৪১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৬৪ পয়সা লোকসান ছিল। গত ৩০ জুন, ২০২৩ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১১৫ টাকা ৩৫ পয়সা।
অন্যদিকে সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির লোকসান ছিল ৪ টাকা ৩৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১২০ টাকা ৭৪ পয়সা।