আবদুর রহমান, দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি জুট স্পিনার্স ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে বছরের পর বছর নো ডিভিডেন্ড ঘোষণা করলেও শেয়ার নিয়ে হরহামেশা চলছে কারসাজি। কোম্পানিটি গত ১২ বছরের ইতিহাসে লভ্যাংশ দেওয়ার নজির নেই তবু ও শেয়ারটির দাম ২৩৯ টাকা।

মুলত স্বল্পমুলধণী কোম্পানি হওয়ার একটি গ্রুপ শেয়ারটি নিয়ে হরহামেশা কারসাজি করছে। এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলো বড় কোন পদক্ষেপ নিচ্ছে না। তেমনি কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ২৬ কোটি ৭৭ লাখ টাকা।

এদিকে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬৪ টাকা ৪৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৮৩ টাকা ৭৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় হয়েছে ৫৮৭ টাকা ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি দায় ছিল ৫২২ টাকা ১৯ পয়সা।

অনুসন্ধানে জানা যায়, পুঞ্জীভূত লোকসানে জর্জরিত জুট স্পিনার্স লিমিটেড। দীর্ঘদিন লোকসানে থাকা কোম্পানিটিতে বিনিয়োগ করার মত নেই কোন আশার আলো। তবুও লাফিয়ে লাফিয়ে বাড়ছে জুট স্পিনার্সের শেয়ার দর। সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর প্রায় ২৮ শতাংশ বেড়েছে। শেয়ারটির এমন দর বৃদ্ধি অস্বাভাবিক। শেয়ারটি নিয়ে কারসাজি চক্র সক্রিয় বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

জুট স্পিনার্স কোম্পানিটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা। আর অনুমোদিত মূলধন ৩ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ১৭ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৯.৮২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩.২০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬.৯৮ শতাংশ শেয়ার আছে।