ডিএসইর লেনদেনের শীর্ষে সায়হাম কটন মিলস লিমিটেড
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০২৪-১২-১০ ৭:০০:৫৫ অপরাহ্ন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সায়হাম কটন মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির ১৩ কোটি ২১ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্মিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৩৩ লাখ ৭৫ হাজার টাকার। ১০ কোটি ২ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে: লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ড্রাগণ সোয়েটার, নিউলাইন ক্লোথিংস, এনআরবি ব্যাংক, আইসিবি এবং ব্র্যাক ব্যাংক পিএলসি।