অস্বাভাবিক হারে দর বাড়ায় মিরাকলকে ডিএসইর শোকজ
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০২৪-১২-১০ ৭:০৫:২১ অপরাহ্ন
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড অস্বাভাবিকভাবে শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। গত ২৬ নভেম্বর মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ছিল ১৬.৪০ টাকা। আর ৯ ডিসেম্বর লেনদেন শেষে বেড়ে দাঁড়ায় ২৭.১০ টাকা। অর্থাৎ ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০.৭০ টাকা