দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে আস্থার সংকট থাকায় সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হলেও বাজার স্বরূপে ফিরছে না বরং দরপতন দিয়েই সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেন শেষ হয়েছে। মুলত আইসিবির ঋণ ছাড়ের খবরেও দরপতনের কারণ কী এ নিয়ে চলছে চুলছোড়া বিশ্লেষণ মুলত সকলের একটাই কথা পুঁজিবাজারে আস্থা সংকট। মুলত বিএসইসি নতুন চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে একটার পর একটা হটহাট সিদ্ধান্তে চরম আস্থা সংকট বিনিয়োগকারীরা। ফলে কোন সুখবরে ঘুরে দাঁড়াতে পারছে না পুঁজিবাজার। তা আরেক বার প্রমান হলো। কারণ আইসিবির ঋণ ছাড়ের খবরেও সূচকের বড় উত্থান হবে এমনটাই প্রত্যাশা ছিলো সবার তবে সে প্রত্যাশা ধুলেবালি।

একাধিক বিনিয়োগকারীর সাথে আলাপকালে বলেন, বর্তমান পুঁজিবাজারের মূল সমস্যা আস্থা সংকট। নিয়ন্ত্রক সংস্থার উপর বিনিয়োগকারীদের আস্থা না থাকায় আইসিবির তিন হাজার কোটি টাকার ঋণ ছাড়ের খবরের পরও দরপতন খামছে না পুঁজিবাজার। মুলত নিয়ন্ত্রক সংস্থা বিনিয়োগকারীদের আস্থা না ফিরিয়ে সংস্কারের নামে অস্থিতিশীল করেছেন।

ফলে কোন সুখবরে বাজার ভাল হচ্ছে না। এ কারণে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করছেন না। এখন যে কোন মূল্যে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে তা না হলে বাজার স্থিতিশীল হবে না। আর বাজার স্থিতিশীল না হলে নতুন বিনিয়োগকারীরা বাজারমুখী হবে না।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক .৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৪০৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৫ টির, দর কমেছে ১৪৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৩ টির। ডিএসইতে ৩৮৩ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০৪ কোটি ৩৮ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৭৮ কোটি ৬৬ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৩৯ পয়েন্টে। সিএসইতে ২০৮ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৪ টির দর বেড়েছে, কমেছে ৯৭ টির এবং ৩৭ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।