ওরিয়ন ফার্মার শেয়ার কারসাজিতে দুই কোম্পানিকে জরিমানা
দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অপরাধে এক ব্যক্তি বিনিয়োগকারী ও দুটি কোম্পানিকে ৩ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই জরিমানা করেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৩৫কম কমিশন সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
যাদেরকে জরিমানা করা হয়েছে তারা হচ্ছেন- নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুল ইমলাম এবং এই গ্রুপের দুই সহযোগী প্রতিষ্ঠান নাবিল ফিড মিলস লিমিটেড ও নাবিল নাবা ফুডস লিমিটেড।
জানা গেছে, ২০২১ সালের ২১ সেপ্টেম্বর থেকে একই বছরের ১৪ অক্টোবর পর্যন্ত সময়কালে ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার নিয়ে সংঘটিত কারসাজিতে যুক্ত থাকার প্রমাণের ভিত্তিতে আলোচিত জরিমানা করা হয়। আলোচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলামকে ৩ কোটি ২০ লাখ টাকা, নাবিল ফিড মিলস লিমিটেডকে ১০ লাখ টাকা, নাবিল নাবা ফুডস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।