দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৬৩ শতাংশ। কোম্পানিটি ৮০৬ বারে ৩ লাখ ৭৭ হাজার ৪৪৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ২৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬২৮ বারে ৩২ লাখ ১৭ হাজার ২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৭২ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা কাশেম ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৩৯ বারে ১৩ লাখ ৭৫ হাজার ১৯৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ১৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: ইন্ট্রাকোর ৩.৪১ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৩.০৮ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২.৫৬ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ১.৯৬ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ১.৬৫ শতাংশ, আমান কটনের ১.৬২ শতাংশ এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ৫.৪৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।