দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিরাকল ইন্ড্রাস্ট্রিজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির শেয়ার দর ২৭.৮৮ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে : এইচ আর টেক্সটাইলের ১৭.২৩ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১৭.০৫ শতাংশ, সায়হাম কটনের ১৫.২৮ শতাংশ,

মেট্রো স্পিনিংয়ের ১৫.০০ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১৩.৫৪ শতাংশ, হামি ইন্ড্রাস্ট্রিজের ১২.৫২ শতাংশ, লুব-রেফের ১১.৭৬ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৯.১৫ শতাংশ ও আমরা টেকনোলজির ৮.৬২ শতাংশ শেয়ার দর বেড়েছে।