বিএটিকে টপকে দ্বিতীয় বাজার মূলধনী কোম্পানি স্কয়ার ফার্মা
দেশ প্রতিক্ষণ, ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মার্কেট ক্যাপিটালাইজেশন র্যাঙ্কিংয়ে বিএটি বাংলাদেশকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অধিকার করেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস। ইবিএল সিকিউরিটিজের বাজার পর্যালোচনা অনুসারে, স্কয়ার ফার্মার বাজার মূলধন ছিল ১৯ হাজার ১২৯ কোটি টাকা, যা মোট ডিএসই বাজার মূলধনের ৫.৪০ শতাংশ। বিএটি বাংলাদেশ এখন পুঁজিবাজারে তৃতীয় মূলধনী কোম্পানি। যার বাজার মূলধন রয়েছে ১৮ হাজার ৬৭৩ কোটি টাকা বা ৫.২০ শতাংশ।
বাজার সংশ্লিষ্টরা বাজার মূলধনী কোম্পানি হিসাবে বিএটি বাংলাদেশ তৃতীয় অবস্থানে আসার পেছনে এর শেয়ার দামে পতনকে দায়ী করেছেন। গত সপ্তাহে এর শেয়ারের মূল্য ৪ শতাংশ হ্রাস পেয়েছে, যা এর বাজার মূলধনকে টেনে নামিয়েছে। বিপরীতে স্কয়ার ফার্মার শেয়ারের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল, যা এটিকে র্যাঙ্কিংয়ে উপরে উঠতে সক্ষম করেছে।
উপরন্তু, স্কয়ার ফার্মার পরিচালকরা বাজারের মন্দার সময় প্রায় ১৫০ কোটি টাকার ৭০ লাখ শেয়ার কিনে কোম্পানিটির শেয়ার দাম স্থিতিশীল রাখতে সমর্থন করেছিলেন। এই পদক্ষেপটি বৃহত্তর বাজারের অস্থিরতার মধ্যেও কোম্পানির শেয়ারের মূল্য স্থিতিশীল করতে সাহায্য করেছে।
সর্বশেষ স্কয়ার ফার্মার শেয়ার ২১২ টাকা ৪০ পয়সায় এবং বিএটি বাংলাদেশের শেয়ার ৩৪১ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। এক সপ্তাহ আগে বিএটি বাংলাদেশের শেয়ারের দাম ছিল ৩৭৭ টাকা ৫০ পয়সায় এবং স্কয়ার ফার্মার শেয়ার ২০৮ টাকায় লেনদেন হয়েছিল।
তবে গ্রামীণফোন ৪২ হাজার ৭১০ কোটি টাকার বাজার মূলধন নিয়ে তালিকায় আধিপত্য বজায় রেখেছে। যা ডিএসই বাজার মূলধনের ১২ শতাংশ। বাজার মূলধনে চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছে যথাক্রমে ওয়ালটন ও রবি।