উঠানামার মধ্যে স্থিতিশীলতার পথে হাঁটবে পুঁজিবাজার, সূচক বাড়লেও লেনদেনে ভাটা
শহীদুল ইসলাম, দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর সূচকের উঠানামা করলেও দিনশেষে সূচকের উত্থান হলেও লেনদেন কমেছে। মুলত সূচকের উঠানামার মধ্যেই স্থিতিশীলতার পথে হাঁটছে পুঁজিবাজার। তেমনি ডিসেম্বর ক্লোজিং থাকায় সূচকের বড় উত্থান হচ্ছে না। তবে সবার ধারনা জানুয়ারী থেকে পুঁজিবাজারে সূচকের বড় উত্থান হবে।
একাধিক বিনিয়োগকারীর সাথে আলাপকালে বলেন, বর্তমান পুঁজিবাজারে আস্থা সংকট কাটলে সূচক ও লেনদেনের বড় উত্থান ঘটবে। এ অবস্থায় নিয়ন্ত্রক সংস্থার প্রধান চ্যালেঞ্জ বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরিয়ে আনা। আস্থা ফিরলে লেনদেন হাজার কোাটি টাকার ঘরে পৌঁছবে। কারন অধিকাংশ বিনিয়োগকারীরা আস্থা না থাকায় নতুন করে বিনিয়োগ করছেন না।
এদিকে সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯ টির, দর কমেছে ২০১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৭ টির। ডিএসইতে ৩৩৫ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৬৮ কোটি ৮৭ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪০২ কোটি ৪৩ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২২ পয়েন্টে। সিএসইতে ১৮২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৪ টির দর বেড়েছে, কমেছে ৯২ টির এবং ২৬ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।