শহীদুল ইসলাম, দেশ প্রতিক্ষণ, ঢাকা: পতনের ধারা কেটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে দেশের পুঁজিবাজার। সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসের সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ফলে বিদায়ী সপ্তাহে সূচকের উত্থান হলেও টাকার পরিমাণে লেনদেন কমেছে। সপ্তাহটিতে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ৬ হাজার ৭০৯ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, অন্তর্র্বতী সরকারের পক্ষ থেকে আগামী বছর জাতীয় সংসদ নির্বাচনের ইঙ্গিত দেয়ায় পুঁজিবাজার পতন থেকে বেরিয়ে আসার আভাস দিচ্ছে। এছাড়া এখন বছরের শেষ সময়। এখন শেয়ার বিক্রির চাপ কম। এখন বিক্রির সময় নয় এখন শেয়ার ক্রয়ের সময়। এছাড়া বছরের শুরুতে পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি বলে তারা মনে করেন।

জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৫২ হাজার ৪৯৬ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৫৯ হাজার ২০৫ কোটি ৫১ লাখ ৯০ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৬ হাজার ৭০৯ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকা বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৪৯২ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ১ হাজার ৬১০ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১১৮ কোটি ৬৩ লাখ ১০ হাজার টাকা কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২২১ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৬৭ পয়েন্টে এবং ১ হাজার ৯৩৮ পয়েন্টে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭২ টির, কমেছে ১৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।