অগ্নিকাণ্ডের খবরে জাহিন স্পিনিংয়ের দাম উধাও ৯ কোটি টাকা

দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং মিলস পিএলসির নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত কারখানায় গত সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে এমন খবরে শেয়ারটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে বিনিয়োগকারীরা। যার ফলে গত সপ্তাহে দরপতনের শীর্ষে অবস্থানে ছিলো জাহিন স্পিনিং মিলস।
সপ্তাজুড়ে দাম কমায় চারদিনেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে ৯ কোটি টাকার ওপরে কমে গেছে। বিনিয়োগকারীদের বড় অংশই এই প্রতিষ্ঠানের শেয়ার কিনতে খুব একটা আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি।
গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১১ দশমিক ৯৪ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৮০ পয়সা। এতে এক সপ্তাহেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে কমেছে ৯ কোটি ১০ লাখ ৬২ হাজার ৬৯৪ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৫ টাকা ৯০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৬ টাকা ৭০ পয়সা।
শেয়ার দামে এমন পতন হওয়া কোম্পানিটি সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে কোম্পানিটি ২০১৯ সালে ৫ শতাংশ বোনাস শেয়ার, ২০১৮ সালে ১০ শতাংশ বোনাস শেয়ার এবং ২০১৭ ও ২০১৬ সালে ১৫ শতাংশ করে বোনাস শেয়ার লভ্যাংশ দেয়।
২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির শেয়ার সংখ্যা ১১ কোটি ৩৮ লাখ ২৮ হাজার ৩৬৮টি। এর মধ্যে ৩১ দশমিক ১০ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৪ দশমিক ৩০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৬০ শতাংশ রয়েছে।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি জাহিন স্পিনিং। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি ১৩ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ৯৬ পয়সায়।