দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট তাদের রাইট শেয়ার ইস্যুতে সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি জানিয়েছে, তারা তিনটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। ২৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

এর আগে কোম্পানিটি প্রতিটি শেয়ারে ৩৫ টাকা প্রিমিয়ামসহ ৪৫ টাকা নির্ধারণ করে রাইট শেয়ার ইস্যুর ঘোষণা দিয়েছিল। রাইট শেয়ার ইস্যু বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহবান করেছে কোম্পানিটি। আগামী ৫ ফেব্রুয়ারি এই ইজিএম অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি সহযোগি কোম্পানিতে বিনিয়োগ, কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডে বিনিয়োগ এবং মেয়াদী ঋণ পরিশোধে এই উত্তোলিত অর্থ ব্যবহার করবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।