দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ডিভেডেন্ড ঘোষণা করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে এইচআর টেক্সটাইল মিলসের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৬৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৫৪ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১০ টাকা ৯০ পয়সা, যা গত বছর একই সময়ে মাইনাস ১৪ টাকা ১৭ পয়সা ছিল। ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৪৩ পয়সা।